মো জহুরুল ইসলাম।, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (৪২) নামে এক জনকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নীলফামারী সদর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচা এলাকায় আমতলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন সদর থানার উপ পরিদর্শক ( এসআই) মনির হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম উক্ত এলাকার খছির উদ্দিনের ছেলে ও ৩ সন্তানের জনক।
এবিষয়ে নীলফামারী সদর থানার পরিদর্শক ( তদন্ত) মাহমুদ উন নবি বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তার জাহিদুল ইসলাম এখন পুলিশ হেফাজতে আছেন আর ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এছাড়া তিনি আরো বলেন যে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী গত ১৮ জানুয়ারি ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাহিরে গেলে আগে থেকে ওত পেতে থাকা জাহিদুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় আর সেদিন দুপুরে ধর্ষণের শিকার কিশোরী ও তার মা থানায় এসে মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জাহিদুলকে গ্রেপ্তার করি।
এবিষয়ে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।