তৈয়বুর রহমান কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষান আলী (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্ত এলাকার মেইন পিলার ১০৫২ এর সাব পিলার ৬ এর কাছ দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ তাকে আটক করে।
আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর পুত্র বলে জানা গেছে ।
ভারতীয় ওই নাগরিক আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন করে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহলরত জওয়ানরা তাকে দেখতে পায় এবং ভারতীয় নাগরিক সন্দেহে আটক করে। আটকের পর বিজেপি জানতে পারে ওই ব্যক্তি চোরাকারবারির সাথে জড়িত থাকায় মাঝে মধ্যেই অবৈধ পন্থায় বাংলাদেশ ঢুকতো ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপি’র সুবেদার খালেদুর রহমান জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিজিবি কর্তৃক আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *