মো: নাজমুল হুদা মানিক ॥
গুড়ি গুড়ি বৃষ্টি কে অপেক্ষা করে ঈশ্বরগঞ্জ উপজেলায় ৭ই ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রচারনায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৪ ফেব্রুয়ারী দিনব্যাপী বৃষ্টির মাঝেও ঈশ^রগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নে নির্ধারিত নির্বাচনী প্রচারনা সভা ও ২টি ইউনিয়নে পথসভায় নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বৃষ্টিতে ভিজেও নির্বাচনী প্রচারনা সভায় এলাকার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। ৪ ফেব্রুয়ারী বিকালে ইশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের নিবাচনী প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রার্থী, বেক্সিমকো গ্রুপের পরিচালক এডভোকেট শাহ মঞ্জুরুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, লুৎফুন নাহার লাকি, ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বুলবুল, জাটিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিক এর প্রার্থী মো: মাহবুবুল হক শাহজাহান, জেলা যুব লীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অধ্যক্ষ মিনার, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঈশ^রগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আবু হানিফাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ করে যারা নৌকার বিপক্ষে কাজ করছে তাদের জন্য চিরতরে আওয়ামীলীগের দরজা বন্ধ হয়ে যাবে। ষড়যন্ত্রকারী কুচক্রী মহল হিসাবে চিন্থিত হলে তারা আর কোন দিন আওয়ামীলীগ করতে পারবেনা। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীলীগের টিকিটে ক্ষমতার আসনে বসে এখন দলের বাইরে কাজ করছেন, দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করছেন, মনে রাখবেন এসব আপনাদের জন্য কাল হয়ে থাকবে। বর্তমানে আওয়ামীলীগ অনেক কঠিন। একবার দল থেকে বের হয়ে গেলে আর দলে প্রবেশ করা যায়না। আপনাদের নৌকা বিরোধী কর্মকান্ড আপনাদেরকে আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে। ভবিষ্যতে আর কোনদিন দলীয় মনোনয়ন পাবেন না। সন্ধ্যায় নেতৃবৃন্দ ইশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ও মগটুলা ইউনিয়ন পরিষদের নিবাচনী পথসভায় বক্তব্য রাখেন। রাতে উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের নিবাচনী প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিযদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রার্থী, বেক্সিমকো গ্রুপের পরিচালক শাহ মঞ্জুরুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, লুৎফুন নাহার লাকি, ইশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বুলবুল, নৌকা প্রতিক এর প্রার্থী মাহমুদ হাসান রানা, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অধ্যক্ষ মিনার, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সহ সভাপতি আতিক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার প্রমুখ। ৩ ফেব্রুয়ারী বিকাল ৫টায় মহেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈশ^রগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মো: শাহজাহান ভুইয়াকে বিজয়ী করার লক্ষে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, লুৎফুন নাহার লাকী, ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বুলবুল, সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী শাহজাহান ভুইয়া প্রমুখ। এ সময় যুবলীগ নেতা এনাম খান ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাতে মগটুলা ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মো: মোশাররফ হোসেন রুবেলকে বিজয়ী করার লক্ষে মগটুলা বাজার মাঠে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, সম্মানিত সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, মগটুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোশাররফ হোসেন রুবেল প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *