নূর-ই আলম সিদ্দিক,নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী নাগেশ্বরীর কচাকাটা থানায় কচাকাটা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের অংশগ্রহণে এ দিবসটি পালিত হয়। এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল এর সঞ্চালনায় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভাষা শহীদের স্মরণ এক মিনিট নিরবতা পালন,পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রস্তাবিত কচাকাটা উপজেলার জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম,কচাকাটা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,কচাকাটা ইউপি চেয়ারম্যান সাহাদৎ হোসেন মন্ডল,ক বাংলাদেশ আওয়ামীলীগ কেদার ইউনিয়ন শাখার সাধারণ রিয়াজুল ইসলাম,জাতীয় পার্টির কেদার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজাদ হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেদার ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী প্রমূখ।