ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

কোন রকম ভোগান্তি ও হয়রানি ছাড়াই মিলছে সরকারের দেওয়া স্বল্প মূল্যে টিসিবির পণ্য তেল, চিনি, মশুর ডাল ও ছোলা। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের দেওয়া নিন্ম আয়ের মানুষের জন্য স্বপ্লমূল্যে এসব পণ্য নিতে ভিড় করছেন উপকারভোগীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১৫শ’ ৭৮ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন অত্র ইউপির চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী (পিন্টু)।
এর আগে গত রবিবার (২০ মার্চ) উপজেলার কুসুম্বা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের মধ্যে দিয়ে সমগ্র উপজেলায় টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১৫,২৫১টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে ২’বার এসব পণ্য বিতরণ করা হবে। লিটার প্রতি ১১০ টাকা দরে ২’লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২’কেজি মশুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ২’কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ২’কেজি করে ছোলা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন