এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহীতা ও জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে ২০২২-২০২৩ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বিকাল ৩টায় ১নং মোগলহাট ইউপি পরিষদ চত্ত্বরে এক আয়োজনের মধ্য দিয়ে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম।
উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মুহঃ আফছার আলী। মুক্ত আলোচনায অংশগ্রহণ করেন রমেশ চন্দ্র বর্মণ, আমিনুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের ২কোটি ৮৪লক্ষ ৫৩হাজার ৬শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়