সিনিয়র ষ্টাফ রির্পোটার ঃ
গতকাল বুধবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় কর্মরত এনজিও সমূহের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের সংঘ প্রোজেক্টের সমন্বয়কারী আহসানুল কবীর বুলু, সংঘ প্রোজেক্টের টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান. এমজেএসকেএস-এর এর প্রকল্প সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ও ফ্রেন্ডশিপ এর চিলমারী শাখা ব্যবস্থাপক মোঃ শফিয়ার রহমান প্রমুখ। এসময় কর্ডএইড, টিডিএইচ, আশা ও কেয়ারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চিলমারীতে কর্মরত বিভিন্ন এনজিও দের একই ধরনের কর্মসূচির মধ্যে কি ভাবে সমন্বয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সরকারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচি বাতায়নে যে সকল এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের পারফর্মেন্সের উপর উপজেলা পর্যায় থেকে পুরস্কৃত করার ঘোষণা দেন নির্বাহী কর্মকর্তা। তার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে উপস্থিত এনজিও প্রতিনিধিরা বলেন, এটা করা হলে এনজিও কর্মীরা অনুপ্রাণিত হবে এবং এ ধরণের উদ্যোগ প্রেষণা হিসেবে কাজ করবে।