কবিতা –

আজও হলো না গল্প লেখা
কলমে -অবনীতা রায় চক্রবর্তী
অনেক সময় মনে হয়
নিজেকে নিয়ে একটু আধটু গল্প লিখি।
এই ভেবেই যেন বেলা শেষ হতে চলল
বছর কুড়িও পার হয়ে গেলো,
কিন্তু গল্প লেখা আর হলনা।
সারাক্ষণ যেন কোনো এক কাল্পনিক ভাবনা
আমার হৃদয় মন্দিরে উকি দিয়ে যায়।
আমি যেন প্রতিনিয়ত মরিচীকার পিছনে ছুটে বেড়াই
তাই শরীর জুড়ে ক্লান্তি পিপাসা-
আমায় যেন আগলে রাখে সারাক্ষণ।
যদি কখনও এমনটা হতো
কোন এক চৈত্রের প্রভাবে,
সারা নিশি যেগে থাকতাম মৃদু মৃদু জ্যোৎস্নার আলোতে।
আমার মনের ভাবনার আকাশে-
একটি দু’টি করে উজ্জ্বল নক্ষত্রের দেখা পেতাম।
আর হারিয়ে যেতাম অজানা অচেনা কাল্পনিক জগতে।
যেখানে জোনাকিরা মনের আনন্দে আলো ছড়িয়ে,
ভালোবাসা শক্তিশালী করে দিত।
তবে শেষ ইচ্ছেটা কিন্তু এখনও রয়েই গেল
আমার গল্প লেখার অমনোযোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *