কবিতা-
* রত্নগর্ভা *
কলমেঃ নওরীন বিশ্বাস
ডোমকল,মুর্শিদাবাদ।
ধরণীর বুকে তুমি দিয়েছো মা’গো আলো,
কত রতনের রত্নগর্ভা মা’গো তুমি।
তোমার বুকে কত যত্নে লালিত হয়েছে তারা,
মানবতার জয়গানে মানবের তুমি দিয়েছো ধরিত্রী।
ধরণীর বুকে খুঁজে পাওয়া যায় যে,”জান্নাত”
তার ঠিকানা যে মা’গো তোমার পায়ের নিচে,
তবুও কেন মা’কে দিয়ে আসে আশ্রমে,
জান্নাত রাখে না মা’গো সন্তানের কাছে।
কত কষ্ট,কত যে অবহেলা করে তোমাকে,
তবুও চোখে পানি আসে না,তাদের ক্ষতির ভয়ে।
ধরিত্রীর বুকে তোমার উপমা মা’গো তুমি শুধু তুমি,
বৃদ্ধাশ্রমে কিভাবে রেখে আসে, মাগো তোমাকে শুয়ে।
জীবনের মুক্তির বাণীতে, যেখানে লেখা তোমার কথা।
সন্তানের জীবনে তুমি যে শ্রেষ্ঠ নিয়ামত।
তবুও আজ কষ্টে থাকে মা’গো তোমার জাতি।
তোমার কষ্টের কথা বুঝবে একদিন আলামত।
যেদিন থাকবে না ধরণীর বুকে মা’গো তুমি,
অনুভূতি কেমন হবে জানি না, জানি শুধু শূন্যতা।
তোমার পায়ের নিচে রাখো মা’গো আমাকে,
মর্ম বাণীতে বাঁচিয়ে রাখো আমার জীবনের পাতা।