কুড়িগ্রাম প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারী সদস্যদের অন্তর্ভূক্তি বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাতেন।
স্থানীয় বেসরকারি এনজিও এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’র পার-২ প্রকল্পের আয়োজনে উক্ত এডভোকেসি সভায় বক্তব্য রাখেন পাচঁগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ রায়, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদ সচীব রিয়াজুল ইসলাম, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউপি মেম্বার মিসেস লায়লা হুদা, মো. আক্তারুল ইসলাম প্রমুখ।
এডভোকেসী সভার প্রধান অতিথি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাতেন জানান, আমাদের ইতিপূর্বের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কলেবর ছিল ৩৬ সদস্য বিশিষ্টি। এখন তা উন্নিত করে ৪৮ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নারী সদস্যদের অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রয়োজনে কমিটিতে আরো নারী সদস্য বৃদ্ধি করা হবে।
#