ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী থানা পুলিশ কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১৫ নভেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী বাজারের পাশে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।এই অভিযান পরিচালনা করলে মানিককাজি গ্রামের মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান(৩৫) পিতা- মৃত আক্তার আলী, শফিকুল ইসলাম লাকী (৩৬) পিত- মৃত তোতা মিয়া,সলিম উদ্দিন, পিতা- জব্বার আলীকে ১১ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করে থানা পুলিশ।খোঁজ নিয়ে জানাগেছে গ্রেপ্তারকৃতরা ভারত থেকে দীর্ঘদিন যাবৎ মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন তারা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।