হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে আকষ্মিক বজ্রপাতে আমির হামজা (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২০জুন) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত: আমির হামজা ওই গ্রামের মুত: নুর মোহাম্মদের ছেলে।
শৌলমারী ইউনিয়নের মেম্বার সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা পার্শ্ববর্তী জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসম বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপকুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।