কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের যোনাল অফিসের অধিনন্থ এবং নেওয়াশী নাগেশ্বরী শাখা এর আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যত্রুম শুরু হয়েছে।
শীতবস্ত্র কার্যত্রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন গ্রামীণ ব্যাংকের কুড়িগ্রাম যোনাল ম্যানেজার মো: রকিবুল ইসলাম।
বুধবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ :০০টায় নেওয়াশী নাগেশ্বরী শাখায় আনুষ্ঠানিকভাবে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম যোনাল অডিট অফিসার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, নাগেশ্বরী এরিয়া ম্যানেজার আবু বকর সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেওয়াশী নাগেশ্বরী শাখার শাখা ব্যবস্থাপক মো: দানেশ আলী, কেন্দ্র ব্যবস্থাপক মো: মাহমুদুল হাসান, আসাদু জ্জামান, ইব্রাহিম মিয়া, ভাঙ্গামোড় ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জোয়ারদার প্রমূখ।