ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছুু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।
শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু তার লিখিত বক্তব্যে , গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন নিউজ পোর্টালে “উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন। গত ১৬ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে ঠিকাদারের পাথর বোঝাই গাড়ি আটক করার ঘটনায় তিনি বা তার সদস্য জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বাবু,আল আমিন কানন ও সদস্য আবিদ হাসান মীম সেখানে উপস্থিত ছিল। তারা ছাত্রদলের নিস্ক্রিয় কর্মী। নিজেদের দোষ আড়াল করতে তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে হলুদ সাংবাদিকদের দিয়ে আমাদের বিরুদ্ধে এসব বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। মিন্টু আরো জানান, সংবাদ সম্মেলন পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা জেলা ছাত্রদল বরাবর প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আবেদন জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *