ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছুু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।
শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু তার লিখিত বক্তব্যে , গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন নিউজ পোর্টালে “উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন। গত ১৬ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে ঠিকাদারের পাথর বোঝাই গাড়ি আটক করার ঘটনায় তিনি বা তার সদস্য জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বাবু,আল আমিন কানন ও সদস্য আবিদ হাসান মীম সেখানে উপস্থিত ছিল। তারা ছাত্রদলের নিস্ক্রিয় কর্মী। নিজেদের দোষ আড়াল করতে তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে হলুদ সাংবাদিকদের দিয়ে আমাদের বিরুদ্ধে এসব বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। মিন্টু আরো জানান, সংবাদ সম্মেলন পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা জেলা ছাত্রদল বরাবর প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আবেদন জানাবেন।