ভুরুঙ্গামারীতে সরকারি আইনগত সহায়তা প্রকল্পের অবহিতকরন সভা
এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)ঃ
সুবিধাবঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগনকে আইনগত সহায়তা দেয়ার লক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাস্টিস ফর অল-কুড়িগ্রাম প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি ও এইড কুমিল্লার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জাহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, এইড কুমিল্লার প্রকল্প সমন্বয়কারী মুর্শিদ আলম , সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন, বলদিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান,সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহাজাহান মোল্লা প্রমুখ।