আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
নাসিরনগর ভলাকুটে টিনের দোকান থেকে ৩লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়,আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় ভলাকুট বাজারের মজু মিয়ার টিনের দোকানের ক্যাশ থেকে ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় দোকান মালিক দেখে ফেলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে নাসিরনগর থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডার মাহফুজ মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৮), ভাটপাড়ার জালাল মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া(৩০) ও নাটাই গ্রামের কালাম মিয়া(২৮)।
নাসিরনগর থানার ওসি (তদন্ত)মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানায় চুরির ঘটনায় তিনজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছে।