রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার উজধারী বামনদিঘী শ্মশান ঘাটের গাছ চুরির অভিযোগ ইউএনও নিকট দাখিল করেছেন শ্মশান ঘাট কমিটির সভাপতি ভ’ূপেন রায়।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার উজধারী বামনদিঘী শ্মশান ঘাটের ৩০ হাজার টাকা মূল্যের একটি বাবলা গাছ চুরি করেন স্থানীয় মইদুল, আনিসুর সহ একটি সংর্ঘবদ্ধ চক্র। এর প্রতিবাদ করায় সংর্ঘবদ্ধ চক্রটি হিন্দু সম্প্রদায়ের লোকজন কে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ নিয়ে শ্মশান ঘাট কমিটি লোকজন উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর গত ২৯ জুলাই অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন,অভিযোগটি আমি পেয়েছি ,ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।