ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনর আয়োজনে রবিবার উপজেলা পষিদ মিলনায়তনে পূর্ব প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রকার আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষ্ িকর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা আলীগ শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সহসভাপতি ইয়াসিন আলী শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, সাবেক আলীগ সভাপতি ওয়াজেদ আলী, সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দীন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হকসহ অন্যরা। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী ও রেশমাতুল আরশ রেখা, সহকারী ভূমি কমিশনার, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সূধগিণ উপস্থিত ছিলেন।