মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় উপজেলায় ভাবকী ইউনিয়নে তাহিরত শাহ্পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে ফুলতি বেগম (২৮) নামে গৃহবধূ আত্মহত্যা করেছে।
জানা গেছে, গতকাল ৯ই আগস্ট বুধবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের তাহিরত শাহ্পাড়ার আসাদ আলীর স্ত্রী ফুলতি বেগম সকালবেলা নিজ শয়নকক্ষে নিজের পড়নের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলতি বেগমের পিতার বাড়ির লোকজনের আপত্তির কারণে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।