এস এম আসাদুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা সেবনকারী দুই যুবককে আটক করেছে ফুলবাড়ী থানার পুলিশ। জানাগেছে, গত বুধবার রাত দেড়টায় গংগাহাট বাজারের মনিনের হোটেলের পূর্ব পার্শ্বে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় এস আই জাহাঙ্গীর আলম তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। আটক যুবক দু’জন হলেন-সীমান্ত ঘেষা আজোয়াটরী গ্রামের সাহেব আলীর পুত্র শাহিন আলম(২০) ও একই গ্রামের মৃত আব্দুল্ল্যাহ মিয়ার পুত্র হাফিজুর রহমান(২২)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইন্চার্জ(ও.সি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান- ধৃত দুই ইয়াবা সেবনকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।