সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আধারে একটি বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুস্কৃতিকারিরা। রোববার ভোরে পৌরশহরের বথপালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ি মালিক মানিক হোসেনের অভিযোগ, অন্যান্য দিনের মত রোববার রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শয়ন ঘরে দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুনের উত্তাপ টের পেয়ে চিৎকার শুরু করে শয়ন ঘরের লোকজন। তাৎক্ষনিক স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, অগ্নিসংযোগ ঘটনার একদিন পূর্বে ঐ বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। চুরি যাওয়া গরু উদ্ধারে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর দু’দিন পূর্বে দুস্কৃতিকারীরা ঐ বাড়ির কাঁচা বেড়া ভেঙ্গে চুরমার করে ফেলে। ক্ষতিগ্রস্থ পরিবারের মানিক হোসেন আরো জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘরবাড়ি তুলে বসবাস করে আসছেন। এরই মধ্যে কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় ঐ জমি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে তারা জমির মালিকের উপর মিথ্যা মামলা দায়ের করে। এতেও ক্ষান্ত না হয়ে তারা জমি থেকে মানিকের পরিবারকে উৎখাতের জন্য বিভিন্নভাবে পায়তারা করছে।