কচাকাটা(কুড়িগ্রাম) সংবাদদাতা: আজ কুড়িগ্রামের কচাকাটায় ১৫ নং কচাকাটা ইউনিয়নের ১.২.৪.৫.৬ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণ করেন-অত্র ইউপি চেয়ারম্যান মো: আ: আউয়াল।এ সময় উল্লেখিত ওয়ার্ডের স্ব-স্ব সদস্য মো: রুহুল আমিন,আলী আহম্মেদ,মো: গাজিউর রহমান,শ্রী ডিজেন চন্দ্র,কচাকাটা ১.৩’ র স্বাস্হ্য সহকারী মো: আজিজার রহমান ও মশিউর রহমান উপস্হিত ছিলেন। এছাড়াও উপস্হিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগ কচাকাটা ইউনিয়ন শাখার সভাপতি মুহম্মদ আলী এবং সাধারন সম্পাদক প্রফেসর মো:আতাউর রহমান প্রমূখ।