রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল চৌরাস্তা মোড়ে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি এক বিক্ষোভ র্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা কারিদের বিচার ও শাস্তির দাবিতে এ কর্মসূচী পালন করা হয়। ঘন্টাকাল ব্যাপী কর্মসূচীতে বক্তব্য রাখেন ঠাকুরাগও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, জেলা সম্পাদক বদরুদ্দিন, পীরগঞ্জ উপজেলা সম্পাদক কমরেড লিটন, কমরেড তৈমুর রহমান, কমরেড তাজুল ইসলাম, কমরেড সাইদুর রহমান, কমরেড লুৎফর রহমান প্রমুখ। বক্তারা হত্যার চেষ্টা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি বাদ নির্মূল হোক এমন অঙ্গিকার করেন।