রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে শনিবার শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন এমপি লিটা। একই সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, স্বাধীনতার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ততদিন চির অম্লান হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। যার আপোষহীন নেতৃত্ব এ দেশের মানুষকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিয়েছে। এ দেশের ইতিহাস থেকে তিনি কোন দিন মুছে যাবেন না। তারই আদর্শের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন। প্রথ প্রশস্ত করেছেন উচ্চ শিক্ষিত হওয়ার । পুরুষের পাশাপাশি আজ মেয়েরাও কর্মক্ষেত্রে অবদান রাখতে পারছেন গৌরবের সাথে এ সবই প্রধান মন্ত্রীর অবদান। তিনি মেয়েদের যৌতুক-বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর আহবান জানান। কলেজ উদ্দিন মোঃ তফিলউদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মহাদেব বসাক, ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।