পীরগঞ্জ প্রতিনিধিঃ
“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে” এই শ্লোগানকে সামনে রেখে শিশুদের সার্বিক জীবনমান উন্নয়ন ও পরিপূর্ণ জীবন গড়ার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। স্থানীয় শিশু ফোরামের সভাপতি চৈতী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিশু বিষযক কর্মকর্ত জবেদ আলী. ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের এডিপি ম্যানেজার লিওবাট চিসিম ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা মার্টিন সিংহ প্রমূখ। বক্তাগন সমাজে শিশু অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়নে সহায়ক হিসেবে শিশু সাংবাদিকদের কাজ করার আহবান জানান। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের স্পনসরশীপ ম্যানেজমেন্ট প্রজেক্টের আয়োজিত এ কর্মশালায় জেলা এডিপি পরিচালিত শিশু ফোরামের ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩১ জন শিশু সাংবাদিক অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনা করছেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক।