শুভ শর্মা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)::
জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট ২য় ধাপে বন্যার্ত দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প পরিচালনা করেছে। এই পর্যায়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের রাঙ্গালীকুড়া গ্রামের শতাধিক সুবিধা বঞ্চিত বন্যার্ত শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট, খাবার স্যালাইন ও ভিটামিন ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, যেকোন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্রের ন্যায় চিকিৎসা সেবার অপ্রতুলতা প্রকট আকারে দেখা দিতে পারে। উত্তরাঞ্চলের আকস্মিক বন্যায় উক্ত সমস্যাকে চিহ্নত করে ল্যাম্পপোস্ট নিজস্ব ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ গ্রহণ করে।

১ম ধাপে উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের ৩ টি গ্রামের দুই শতাধিক বন্যার্ত ও দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণে ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনা করে ল্যাম্পপোস্ট। দুটি ধাপেই ক্যাম্পেইন পরিচালনায় সরাসরি তত্বাবধানে ছিলেন ডাঃ ফাহমিদা শিপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন