লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাইক্রোবাস সহ ৩মন গাঁজা উদ্ধার করেছে।এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সদরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)সুশান্ত সরকার ও অফিসার ইনচার্জ মাহফুজ আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বড়বাড়ি এলাকায় ওৎ পেতে থাকে।এসময় মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাস যোগে ৩মন গাঁজা নিয়ে রংপুরের উদ্যেশে রওনা হলে পুলিশ তাদের ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাস ফেলে পালিয়ে গেলেও ১জনকে আটক করে পুলিশ।আটককৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বালারহাট গ্রামের আজিজল ইসলামের পুত্র বাদশা মিয়া।এ ব্যাপারে একাধিক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।এ ছাড়াও গত বুধবার ভোর রাতে তিস্তা রেলগেট এলাকা থেকে একটি কভারভ্যান থেকে ৭০কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার সদর(সার্কেল)সাংবাদিকদের বলেন,লালমনিরহাটকে মাদক ও জুয়া মুক্ত সমাজ উপহার দেয়ার জন্য পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *