রানীশংকৈল প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার অধ্যক্ষ তাজুল ইসলামের নিজ হাতে গড়া রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল দল জে এস এ অর্নুদ্ধ-১৪ বিভাগীয় টুনামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল শুক্রবার গাইবান্ধা জেলা মহিলা ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে রানীশংকৈলের মহিলা দল রংপুর বিভাগীয় চ্যাম্পিয়ান হয়। জানা যায়,২টি গ্রুপে মোট ৬টি দলের খেলায় উদ্ধোধনী ম্যাচে লালমনিরহাট জেলা মহিলা দলকে ০-১৬ গোলে হারিয়ে সেমিফাইনালে দিনাজপুর মহিলা দলকে ০-৮ গোলে হারিয়ে গাইবান্ধা জেলা মহিলা দলকে ৪-১ গোলে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। রানীশংকৈলের মহিলা দলটি বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত-৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,উপজেলা ছাত্রদল সভাপতি বকুল মজুমদার,উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর ছাত্রলীগ সভাপতি তামিম আহম্মেদসহ অনেকে। এই ফুটবল দলটির কোচার জয়নুল আবেদীন জানান, কোরবানির ঈদের পরে বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় স্টেডিয়ামে খেলা হবে।