বিশেষ প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারীতে একই রাতে ৫টি মন্দিরে দুঃসাহসিক চুরি ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বৈরাগীটারী পাড়ায় এঘটনা ঘটেছে।
জানাগেছে, ঐ এলাকার রতনের কালি মন্দিরের প্রতিমার দু’হাত ভেঙ্গে লকেট, সোনার চেন, বাঘা চন্দ্রের নারায়ণ মন্দিরের প্রতিমার দুহাত ভেঙ্গে সোনার লকেট ও চেন , বিনোদ মহন্তের মন্দির থেকে পিতলের গোপালের মুর্তি ও সোনার চেন চুরি করেছে। এছাড়া ভানু ও ভোলানাথের মন্দিরের সোনার চেন, লকেট চুরি করেছে দুবৃত্তরা। বাঘা চন্দ্র মহন্ত জানিয়েছেন, এব্যাপারে ওসি তপন চন্দ্র পন্ডিত ও হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক স্বপন সাহা ঘটনা স্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত মামলা হয়নি।ওসি জানান, ওদেরকে আসার জন্য বলা হয়েছে কিন্তু একজন মাত্র অভিযোগ করেছে বাকীরা কেউ এখনো না আসায় মামলা করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একটি পক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেবার চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য ইতিপুর্বেও সদর ইউনিয়নের নলেয়া মাঝিপাড়ায় কয়েকটি মন্দিরে একই রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটলেও আজও সেই মন্দিরের প্রতিমা ভাংচুরে জড়িতদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এলাকাবাসী অনতি বিলম্বে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত ও প্রতিমা ভাংচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।