রানীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরশহরের কলেজ পাড়ার সিফা ছাত্রী নিবাস আগুনে পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয়রা জানান।
সোমবার দিবাগত রাতে আগুনে পুড়ে যায় সিফা ছাত্রী নিবাসের মালিকের বাড়ীটি তবে যে রুম গুলোতে ছাত্রীরা থাকতো সে পর্যন্ত আগুন গোড়ায়নি । স্থানীয়দের তড়িৎ তৎপরতায়। তবে সিফা ছাত্রী নিবাসের মালিক মাসুমের নিজের থাকার ঘর সহ মোট ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে জায়গাজমির দলিল ব্যবসায়িক কাগজপত্রসহ ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ্এসে আগুন নিয়ন্ত্রন নিয়ে আনে। আগুন নিভাতে ঐ হাজির হন পৌর মেয়র আলমগীর সরকারসহ অনেকে। স্থানীয়দের অভিযোগ রানীশংকৈলের ফায়ার সার্ভিস ভবন হয়েছে এক বছর হলো কিন্ত কার্যক্রম চালু হচ্ছে না। এই ফায়ার সার্ভিসটি চালু থাকলে হয়তবা আরো কম ক্ষতি হতো বলে মন্তব্য স্থানীয়দের।