রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাবলিক লাইব্রেরী মাঠে গত ১৬ সেপ্টেম্বর আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনূষ্ঠানে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আ’লীগ সম্পাদক ও জেলা চেয়ারম্যান সাদেক কুরাইশী । গেষ্ঠ অব অনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলমগীর সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, জেলা যুগ্ন সম্পাদক দিপক কুমার রায়, যুগ্ন সম্পাদক আসাম গোলাম ফারুক, সংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোস্তাক আলম টুলু স্বাগত বক্তব্য রাখেন আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন চেয়ারম্যান ও সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।