লালমনিরহাট প্রতিনিধি॥
সদর উপজেলার বড়বাড়িতে রোপা আবাদি জমিতে স্কুল ঘর নির্মানকে কেন্দ্র করে দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।যে কোন মুর্হুতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘষের আশংখ্যা করছে এলাকাবাসি। জানা গেছে, বড়বাড়ি ইউনিয়নের শিবরাম বেÑসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মানের জন্য ওই এলাকার মৃতঃ কছিমুদ্দিনের পুত্র মোবারক হোসেন বিদ্যালয়ের নামে ৩০ শতক জমি গত ১৩/৩/২০১২ তারিখে নিস্কণ্ঠক কবলা করে দেয়।সে সুবাদে মোবারক হোসেন ওই প্রস্তাবিত স্কুলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে বিদ্যালয়টির জনৈক হায়দার আলী নিজেকে প্রধান শিক্ষক হিসেবে জাহির করে সভাপতির স্বাক্ষর জাল পুর্বক উক্ত হায়দার আলী ৩জন সহকারি শিক্ষক নিয়োগ প্রদার করেন। এদিকে উক্ত হায়দার আলী একই এলাকার আঃ জলিলের পুত্র শহিদুল ইসলামের সাথে যোগসাজস করে স্কুলটির সরকারি অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের বরাবরে প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করেন।প্রস্তাবিত ও রেজিষ্ট্রীকৃত জমিতে বিদ্যালয়টির ঘর নির্মান না করে অন্যস্থানে ঘর নির্মান করেন।পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর কারনে ওই শহিদুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর/১৭ তারিখে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই কবলাকৃত রোপা আবাদি জমিতে ঘর নির্মানের চেষ্টা করলে মোবারকের লোকজন এতে বাধা প্রদান করেন। ফলে তারা সেখানে আর ঘর নির্মান করতে না পেরে শহিদুলের পলিট্যাকনিকের প্রতিষ্টানের মাঠে মালপত্র রাখে এবং পাশের্^ একটি স্থানে সাইনবোর্ড সাটিয়ে রাখে।এ ব্যাপারে উক্ত শহিদুলের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।