স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারীঃ
স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ফেসিলেটর এ এফ এম রুকুনুল ইসলাম ইউএনডিপি, মনিটরিং ও রিপোর্টিং কো-অর্ডিনেটর আব্দুল হামিদ, জেলা সমন্বয়কারী মহব্বত হোসেন ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনক জাহান প্রমুখ।