ঢাকা অফিসঃ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মিয়ানমারকে বাধ্য করায় দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা। এই নিয়ে কোন রাজনীতি চাই না। আমরা চাই এ সংকট মোকাবিলা করতে। আর তা করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আগ্রাসন। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে আশ্রয় দিতে বলছি না। তাদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া হউক। পরবর্তীকালে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করা হউক।

শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োতি ‍”রহিঙ্গা সমস্যা : সমাধান কোন পথে”-শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে সরকারকে কঠো অবস্থান গ্রহনের আহ্বান জানিয়ে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেরিতে হলেও সরকারের কয়েকজন রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন। ভালো কথা, আমরা জানি না তারা সেখানে কি করবেন।
তিনি বলেন, মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। উদ্দেশ্য একটিই- জাতিগোষ্ঠিকে নিধন করা। এ বিষয়ে সমগ্র বিশ্ব জাগ্রত হলেও বাংলাদেশের বর্তমান অনির্বাচিত অবৈধ সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে চুপ করে আছে।
গোলাম মোস্তফা আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার বলছে তারা সন্ত্রাস দমন করছে। আওয়ামী লীগ সরকারও বলছে রোহিঙ্গারা অস্ত্র নিয়ে আসতে পারে। এদের মাধ্যমে জঙ্গি আসতে পারে। একটি কথা স্পষ্ট- মিয়ানমার সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কথা বলার সুর এক। কারণ বাংলাদেশ সরকার সন্ত্রাস ও জঙ্গির কথা বলে রাজনীতিকে ঘোলা করে ফের ক্ষমতা দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সমগ্র বিশ্বের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই পাশ্ববর্তী দেশ কি বললো আর না বললো সেদিকে না তাকিয়ে সরকারের উচিত হবে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে আশ্রয় দেয়া এবং কূটনৈতিক প্রচেষ্টায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া।
সংগঠনের সভাপতি মুহম্মদ কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আলোচনায় অংশগ্রহন করেন বিএনপি চেয়াপরসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের সাবেক মহাসচিব এম.এ. আজিজ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সাধারণ সম্পাদক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *