আকতার হোসেন ভূঁইয়া নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ।। নিজেদের দুর্নীতি মুক্ত রাখা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার প্রত্যয়ে নাসিরনগরে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেছে ছয়শতাধিক শিক্ষার্থী। আজ মঙ্গলবার নাসিরনগর উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশে শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়ার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাবিবুর রহমান,শিবলী চৌধুরী,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমান পিয়ারু,শিক্ষার্থী দীপ্তি চৌধুরী ও মোঃ নুরুল আইন সাদী প্রমূখ।