ডাঃ আব্দুল জলিল সরকারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বনার্ত্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পাগলাহাট বাজারে আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
প্রতি পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, চিড়া ১ কেজি, আলু ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১০ প্যাকেট খাবার স্যালাইন।
এ সময় উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউপি চেয়ারম্যান ইউসুফ, ডিলার ফরহাট এন্ড ব্রাদার্স এর মালিক হাজী ফরহাদ আলী, আনোয়ার ইস্পাতের ম্যানেজার আনোয়ার হোসেন, সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কর্মকতা সুলায়মান প্রমুখ।