মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে এসিল্যান্ডসহ ৮ সরকারী কর্মকর্তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব ভবনের মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী কর্মকর্তার মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাশফাকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুজ্জামান, জুনিয়র কলসালটেন্ট সার্জারী মোহাম্মদ মনজুর মোর্শেদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চিরিরবন্দর সাব জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল আলিম, চিরিরবন্দর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী খালেদ আহমেদ চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চিরিরবন্দর শাখার দ্বিতীয় কর্মকর্তা আবু মোর্শেদ মুহাঃ মেহেদী বাশার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফরোজ জেসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাঃ মর্তুজা আল মামুন। এসময় উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিরিরবন্দর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন