মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরবন্দরে সাতনালা ইউনিয়নের জোত সাতনালা ডাঙ্গিরপাড় বটতলা দুর্গাম-পের দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা ভাংচুর করেছে দূবৃর্ত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান।
দুর্গাম-প কমিটির সদস্য ধণন জয় রায় বলেন,বুধবার রাত ৩ টার দিকে ম-ব থেকে সবাই ঘুমাতে বাড়ি চলে যাই। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতর দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখে থানায় খবর দেয় বলে জানান তিনি। এছাড়া গতবছরেও ডাঙ্গিরপাড় বটতলা দূর্গাম-বে দূবৃর্ত্তরা প্রতিমা ভাংচুরের চেষ্টা করেছে বলে জানিয়েছে চিরিরবন্দর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক লিটন বর্মন ।
এ ঘটনায় চিরিরবন্দর থানার ওসি মো: হারেসুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওসি মো: হারেসুল ইসলাম জানান, জড়িতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন