ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ভোলাহাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগামী ২৬ সেপ্টম্বর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ দিন উপজেলার ভূমি, সাব- রেজিষ্ট্রি, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য ও পঃ পঃ, সমাজসেবা, মৎস্য, যুব, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক, মাধ্যমিক, হিসাব রক্ষক, নির্বাচন, এলজিইডি, মহিলা বিষয়ক অফিসসহ উপজেলা প্রশাসনের অন্যান্য অফিস হতে সেবা নিতে হয়রানির শিকার হলে বা কোন ধরণের ভোগান্তির শিকার হলে গণশুনানিতে নাগরিকদের অভিযোগ তুলে ধরার সুযোগ রয়েছে। গণশুনানিতে অংশ গ্রহণ করতে যে সকল নাগরিক সুযোগ নিতে চান তারা ২৫ সেপ্টম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালকের মোবাইল নং-০১৭১১-২৪৮৫৮৯ ও ফোন নং-০৭২১-৭৭২১৯৯তে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী মোবাইল নং-০১৭১৪-২২৮২৫৬ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোবাইল নং -০১৭১৩-৭২২৪৭৪তে যোগাযোগ করা যাবে বলে একটি প্রচার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুদকের হট লাইন নং-১০৬ এ যে কোন দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে যোগাযোগ করার অনুরোধ করেছে দুদক।