ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ অভিবাসনের ভবিষ্যৎ দাও বদলে, খাদ্য-নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে করো বিনোয়গ শ্লোগানে সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভার প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা মৌদুদ আহমেদসহ অন্যরা।