ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে এক মাদক সেবীর ঘুষিতে হোটেল ব্যবসায়ীর মৃত্যুতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুিষ্ঠত হয়েছে।
জানাগেছেরোববার রাত নয়টার দিকে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁসা শিলখুঁড়ী ইউনিয়নের পাগলাহাট বাজারের চা বিক্রেতা মমিন উদ্দিন (৫০) স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স হিসাবে পরিচিত সুলতান মিয়া(৪২) ও আব্দুল কাদের (৪০) এর নিকট পাওনা টাকা চাইলে তারা ভারতীয় গরু ব্যবসায়ের সাথে জড়িত জনৈক তারেকুল ইসলাম (৪৫) কে মোবাইলে ডেকে আনে। মদ্যপ অবস্থায় তারেকুল হোটেলে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে হোটেল মালিক মমিনকে মারধর করলে সে ঘটনা স্থলে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হোটেল মালিক মমিন উদ্দিনের মৃত্যুর সংবাদ পৌছলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তারেককে আটক করে গনধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে রাতে ঘটনা স্থলে পৌছলে বিক্ষুব্ধ জনগন পুলিশের উপরে চড়াও হয়।এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সকালে পাগলার হাটের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অভিযুক্তদের বিচারে দাবীতে মানব বন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন বনিক সমিতি সভাপতি রঞ্জু মিয়া, তিলাই ইউপি চেয়ারম্যান শাহিন শিকদার ও উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি প্রমুখ। পরে প্রায় দশ কিঃমিঃপথ পায়ে হেটে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ন্যায় বিচার দাবী করেছে এলাকাবাসী। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান,পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটেছে। ভূরুঙ্গামারী থানা অফিসার-ইন-চার্জ তাপস চন্দ্র পন্ডিত জানান এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে এবং তারেক নামের একজন আসামী আটক করা হয়েছে। অপর দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী স্মারকলিপি পেয়েছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ঐ এলাকায় মাদক ও ভারতীয় গরু ব্যবসায়ীদের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।