ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুবৃত্তরা তিনটি কক্ষ ও আলমিরার তালা ভেঙ্গে মূল্যবান কাগজ পত্র তছনছ করেছে। বুধবার দিবাগত রাত ৭ টা থেকে ৮ টার মধ্যে এ দুঃসাহসিক ঘটনা ঘটেছে।
জানাগেছে, দুবৃত্তরা প্রধান শিক্ষক, অফিস সহকারী ও শিক্ষক কমন রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে। এসব রুমে থাকা ৫টি আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙ্গে কাগজ-পত্র তছনছ করে। এসময় শিক্ষকের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
প্রধান শিক্ষক লুৎফর রহমার জানিয়েছেন, বিদ্যালয়টি জে এস সির পরীক্ষা কেন্দ্র। বিদ্যালযটিতে কোন নৈশ প্রহরী নেই। প্রতিদিনের কাজ শেষে তারা চলে যায় এবং সন্ধ্যা ডিউটি রোষ্টার করার জন্য এসে তারা এরকম অবস্থা দেখতে পায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, ওসি তাপস চন্দ্র পন্ডিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোন জিনিস খোয়া গেছে কিনা , তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক বলতে পারেননি।