মো. মনির হোসেন,ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠী উপজেলার রাজাপুরে জেএসসি পরীক্ষাকেন্দ্রে নিষেধাজ্ঞা অমান্য করে মুঠোফোন ব্যবহারের দায়ে দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বুধবার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল তাদের বহিস্কার করেন। রাজাপুরে জেএসসি পরীক্ষাকেন্দ্রে নিষেধাজ্ঞা অমান্য করে মুঠোফোন ব্যবহারের দায়ে দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বুধবার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল তাদের বহিস্কার করেন।বহিস্কৃত শিক্ষকরা হলেন, রাজাপুর ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মঠবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে সকাল ১১টায় আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই শিক্ষকদের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় তাদের বহিস্কার করা হয়েছে।এছাড়াও গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে শিক্ষকদের ১২টি মোবাইল ফোন জব্দ করেছিলেন নির্বাহী কর্মকর্তা।