মো.মনির হোসেন: ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুর রহমান রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সদর উপজেলা ছাত্রলীগ।বুধবার বিকেলে টাউনহলের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাঈনুল ইসলাম, তামিম হোসেনসহ উপজেলার শাখার নেতৃবৃন্দ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুর রহমান রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *