আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥
নাসিরনগর থানার সম্মেলন কক্ষে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে কেরাত, হামদ,নাত,হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি মাদ্রাসার ৪৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফরের সভাপতিত্বে ওসি (তদন্ত) মোঃ শওকত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহিম কাসেমী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলী,মাওলানা আবদুল হক, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ,মাওলানা মহিউদ্দিন আহমেদ,হাফেজ হেলাল উদ্দিন,উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও কমিটির সাধারণ সম্পাদক মূফতি মোখলেছুর রহমান,হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব এস এস শহীদ উল্ল্যাহ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমুখ।সমাপনী অনুষ্ঠানে সিনিয়র সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল)মোঃ মনিরুজ্জামান ফকির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি‘র শারীরিক সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *