ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে যুবলীগ সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী খোকন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিবুর রহমান যুগ্নসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন খোকন ও ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু