রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা গত ১৯ নভেম্বর ১২ টি কেন্দ্রে অনূষ্ঠিত হয়। প্রথম বারের মতো আলী আকবর এমপি অটিস্টিক মেমোরিয়াল প্রতিবন্ধি স্কুলের প্রতিবন্ধি শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন।

প্রথম দিন ইংরেজি বিষয়ে বিভিন্ন কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫১৭৩ জন, বালক ২৪৩৯ জন, বালিকা ২৭৩৪ জন, ইবতেদায়ী ৪৫১ জন। প্রাথমিকে ২২১ জন অনূপস্থিত ইবতেদায়ী ৮৪ জন অনূপস্থিত। মডেল সরকারি বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে সরকারী কর্মকর্তা ও উপজেলা পরিষদ সদস্যরা পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন চৌধুরী মুঠোফোনে বলেন, শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনূষ্ঠিত হয়েছে। তবে নেকমরদে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্ঠি হয়েছিল তা সমাধান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *