ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১ রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের মৃত খাবুরদী মন্ডলের ছেলে রোববার বেলা প্রায় ১২টার দিকে স্থানীয় সরকারী হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি ২স্ত্রী ১ ছেলে, ৪ মেয়ে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, মুক্তিযোদ্ধা সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা ও রাষ্ট্রীয় যথাযথ মর্যাদায় দাফন আজ সোমবার সকাল ১০টায় পীরগাছি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানান, মৃতের ছোট ভাই গোলাম মোস্তফা।