মোঃমনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ভাংচুর করার মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ ২০ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. সেলিম রেজা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি সঞ্জিয় মিত্র ও আসামী পক্ষে হুমায়ুন কবির বাবুল, মিজানুর রহমান মুবিন ও ফয়সাল খান। আসামী পক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানায়, ২০১৩ সালের ১৬ নভেম্বর ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বাদী হয়ে সরকারি কাজে বাধাদান, জনমনে আতংক ও অবরোধ সৃষ্টি করার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, জাহিদুল ইসলাম, সন্তু পাল, জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম, ছাত্রদলনেতা কেএম জুয়েল, শাহীন খান, কেশবসুমন সরকারসহ ২০ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মশিউর রহমান। আদালত চারজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আসামীদের খালাস দিয়ে রায় ঘোষণা করেন।