ঢাকা সংবাদদাতাঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে ‘অপকর্ম ও দুঃশাসন’ চালাচ্ছে অভিযোগ করে ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, অচরেই জনতার আদালতে এর জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছজ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে। আর বন্দিশালাকে দীর্ঘস্থায়ী করতেই তারণ্যের অহংকার জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার।
মঙ্গলবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া সেনা কেন্দ্রীয় সংসদ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। বর্তমান সরকারকে তাদের সব অপকর্ম ও দুঃশাসনের জন্য জনগণের কাওছ জবাবদিহি করতেই হবে।
তিনি বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় জননেতা তারেক রহমানকে শাস্তি দেবার ষড়যন্ত্রে লিপ্ত। তার বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’
সংগঠনের সাধারণ সম্পাদক মুহম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব আল আমিন ভুইয়া রিপন, দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাপ ঢাকা মহনগর নগর সদস্য সচিব মো. শহদিুননবী ডাবলু, এনডিপি কেন্দ্রীয় নেতা আবদুর রহিম জাহিদ, কল্যাণ পার্টি খুলনা জেলা সভাপতি এসএম রফিকুল ইসলাম, আবদুল আলিম, জিয়া সেনার আলী আজগর হাসান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, তারেক রহমান আজ এতটাই জনপ্রিয় যে, সরকারী দল ঘুমের মধ্যেও তাকে ক্ষমতায় দেখে। তার জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে লিপ্ত।
তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘আগামীদিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মানে তারেক রহমানের মত যোগ্য ও দেশপ্রেমিক নেতার পথ চেয়ে আছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *